● উত্তর-পূর্ব সীমান্ত রেলে (NFR) অ্যাপ্রেনটিস পদে ৪,৪৯৯ প্রার্থী নিয়োগ করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷ এই পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন জানাতে পারবেন- www.nfr.indianrailways.gov.in এই ওয়েবসাইট থেকে । অনলাইনে আবেদন শুরু হবে - 16 অগাস্ট 2020 তারিখ সকাল 10.AM থেকে ।
অ্যাপ্রেনটিসেস অ্যাক্ট ১৯৬১ অনুসারে NFR-এর এক্তিয়ারে থাকা ওয়ার্কশপ বা ইউনিটে প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশদের নিয়োগ করা হবে Northeast Frontier Railway রিক্রুটমেন্ট ২০২০-র মাধ্যমে মোট ৪,৪৯৯টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে৷ .
■ গুরুত্বপূর্ণ তারিখ:-
অনলাইনে আবেদন শুরু হবে-- 16 অগাস্ট সকাল ১০ টা থেকে ।
আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০ রাত্রি ১০ টা পর্যন্ত।
■ শূন্যপদের বিস্তারিত বিবরণ-
* কাটিহার (কেআইআর) এবং টিডিএইচ ওয়ার্কশপ- ৯৭০ টি আলিপুরদুয়ার (এপিডিজে)- ৪৯৩ টি
* রঙ্গিয়া (আরএনওয়াই)- ৪৩৫ টি * লুমডিং (এলএমজি) এবং এস অ্যান্ড টি ওয়ার্কশপ- ১,০.৩০২টি তিনসুকিয়া (টিএসকে)- ৪৮৪টি
* নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ (এনবিকিউএস)- ৫৩৯টি
* ডিব্রুগড় ওয়ার্কশপ (ডিবিডব্লিউএস)- ২৭৬টি
■ শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃতি বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ (১০+২ পরীক্ষা পদ্ধতি অনুযায়ী) করতে হবে৷ এছাড়াও যে কোনও স্বীকৃত ইনস্টিটিউট থেকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (আইটিআই) থাকতে হবে৷
■ বয়স:- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ তবে তফশিলি জাতি/ উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
■ আবেদনের পদ্ধতি: *
আবেদন করতে হবে অনলাইনে RRC/NFR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nfr.indianrailways.gov.in- থেকে।
Northeast Frontier Railway NFR/RRC Vacancy Details
■ আবেদনের চার্জ - Rs.100/- (Fee payment will have to be made online through payment gateway).
■ Northeast Frontier Railway NFR/RRC Apprentice Recruitment Notification PDF:--
https://testchampion.jagranjosh.com/free-pdf-page?file=nfr-rrc-recruitment-notification.pdf
■ Official website



0 Comments