## Tense কাকে বলে কত প্রকার ও কি কি?
A to Z শিখুন মাত্র 30 মিনিটে ।
ল্যাটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি। Tempus শব্দের অর্থ সময়। অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। যেমনঃ
কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
যেমনঃ
Example:
We play football today.- আমরা আজ ফুটবল খেলি।
We played football yesterday.- আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।
We shall play football tomorrow আমরা আগামিকাল ফুটবল খেলব।
Classification of Tense – Tense শ্রেণীবিভাগ
Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ
(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।
প্রশ্নঃ Present tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ বর্তমানে সম্পন্ন হয়
বুঝায়, তার কালকে Present tense বলে ।
যেমনঃ
I go to madrasah.
প্রশ্নঃ past tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ অতীত সময়ে সম্পন্ন
হয়েছিল বুঝায় তার কালকে past tense বলে ।
যেমনঃ
I went to madrasah
প্রশ্নঃ Future tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন
হবে বুঝায়, তার কালকে Future tense বলে ।
যেমনঃ
I shall go to madrasah .
প্রশ্নঃ Present tense কত প্রকার ও কি কি?
উত্তরঃ present tense ৪ প্রকার
যেমনঃ
1. Present Indefinite
2.Present Continuous
3. Present Perfect
4. Present Perfect Continuous
প্রশ্নঃ present Indefinite tense কাকে বলে ?
উত্তরঃ verb এর যে রুপ দ্বারা কোন কাজ সাধারণত বর্তমানে হয় বা হয়ে থাকে বুঝায় তাকে present Indefinite tense বলে ।
যেমনঃ We drink water .
চেনার উপায়ঃ- বাংলা ক্রিয়ার শেষে – এ, ই, অ, ও ইত্যাদি থাকে ।
গঠনপ্রণালীঃ Sentence এর প্রথমে Subject তার
পর মূল verbএবং সর্ব শেষে object বা Complement বসে ।
• Subject 3rd person singular number হলে
verb এর সাথে s/es যুক্ত হয়।মনে রাখবেন
আমি (I) এবং তুমি (you) ছাড়া পৃথিবীর
সবকিছু 3rd person singular number অর্থাৎ
I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়।
উপরের উদাহরণগুলো এখন মিলিয়ে
দেখি ইংরেজিতে কি হয় :-• আমি কাজটি করি।
আমি = Subject = i করি = Verb. = do
কাজটি = object = work
সুতরাং, Subject + Verb + Object.
আমি কাজটি করি = I do the work.
"কাজটি" বলাতে নিদিষ্ট করে একটি
কাজকে বুঝানো হয়েছে তাই "The"
ব্যবহার হয়েছে।
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি
দেখুন:-
সে বই পড়ে। অর্থাৎ, Sub + verb + Obj
= He reads book.
এখানে verb এর সাথে "S" হয়েছে কারণ
Subject 3rd person singular number অর্থাৎ
I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়.
তেমনি তৃতীয় উদাহরণটিও হবে :-
• সে ঘুমায় = He sleeps.
# Present_Continuous_Tense :-
বাংলায় চেনার উপায়:- ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে ইত্যাদি থাকে।
অর্থাৎ , [মনে রাখতে হবে বাংলায় চিনার উপায়গুলো যার সাথে যুক্ত থাকবে তাই ক্রিয়া বা Verb.]
যেমনঃ
• আমি কাজটি করতেছি।(করতেছি= V).
• সে বই পড়তেছে।(পড়তেছে = V).
• তুমি ঘুমাইতেছ।(ঘুমাইতেছ = V)
Present continuous tense এর
বাক্যগুলো কে ইংরেজি অনুবাদ করার
জন্য নিয়ম অনুসরণ করতে হয়।
# যেমনঃ
Structure:- Subject + am/is/are + Verb এর
সাথে (ing) + Object.
• লক্ষ্যণীয় বিষয় হলো :-
• Auxiliary Verb "am/is/are.
• Verb এর সাথে "ing"
•" i " এর পরে "am" হয়।
• 3rd person singular number এর পর " is"
হয়।
• সকল plural এর পর "are হয়।
এখন উপরের উদাহরণগুলো ইংরেজি
অনুবাদ করি, কি হয় দেখে নেওয়া যাক :-
• আমি কাজটি করতেছি।
আমি = Subject.
করতেছি = Verb.
কাজটি = object.
সুতরাং, Sub + am/is/are + V(ing) + Obj.
অর্থাৎ,
আমি কাজটি করতেছি = I am doing the
work.
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন
:-
যেমনঃ
• সে বই পড়তেছে।
সে = Subject.
পড়েতেছি = Verb.
বই = Object.
সুতরাং, Sub + am/is/are + V (ing) + obj.
সে বই পড়তেছে = He is reading Book.
তেমনি করে তৃতীয় উদাহরণটিও হবে :-
যেমনঃ
• তুমি ঘুমাইতেছ।
তুমি = Subject.
ঘুমাইতেছ Verb.
এখানে কোন object নেই।
সুতরাং, Sub + am/is/are + Verb(ing) + obj.
অর্থাৎ,
তুমি ঘুমাইতেছ = You are sleeping.
এখানে একটা কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, বাংলায় চিনার উপায়গুলো জানা না থাকলে আপনি আমি Sub + as/is/are + V(ing) + obj এই রুলসের কোন ইংরেজি বাক্য দেখলে
কিন্ত সঠিক উচ্চারণ অর্থাৎ অনুবাদ
করতে পারবো না।
যেমন I am seeing the boy who is naughty in the classroom.
এখানে লক্ষ্য করুন, "I am seeing the boy =
আমি বালকটিকে দেখতেছি"
এখন আমার কথা বলো sub + am/is/are +
Verb (ing) + obj এই রুলসে "I am seeing the
boy" যখন পেলাম তখন এই অনুবাদটিও
present continuous tense বাংলায় চেনার
ঐ উপায়'এর আঙ্গিকে সঠিক অনুবাদ
করতে হবে।
# _Present_Perfect_Tense :-
এই Tense এর বাক্যগুলো বাংলায় চেনার
উপায় হলো:- ক্রিয়া'টির শেষে ""ইয়াছি, ইয়াছ,
ইয়াছে থাকবে""
যেমনঃ আমরা বলতে পারি:-
• আমি কাজটি করিয়াছি। অর্থাৎ
(ইয়াছি)
• সে বই পড়িয়াছে। অর্থাৎ (ইয়াছে)
• তুমি খেলাটি দেখিয়াছ। অর্থাৎ (ইয়াছ)
#বিঃদ্রঃ একটা কথা মনে রাখতে হবে
বাংলায় চিনার উপায়গুলো যার সাথে
যুক্ত থাকবে তাই ক্রিয়া বা Verb।
এখানে করিয়াছি কে "করছি" বলা
যায়। তেমনি পড়িয়াছি/পড়ছি,
দেখিয়াছি/দেখছি।
একটা জিনিস লক্ষ্য করুন আমরা Present indefinite Tense এ দেখলাম চেনার
উপায় গুলো (এ, য়,ই)। তেমনি করে
Continuous tense এ দেখলাম (তেছি, তেছ,
তেছে) কিন্তু এখন perfect tense এ দেখছি
(ইয়াছি ইয়াছ ইয়াছে)
Present perfect tense এর উদাহরণের বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করারও একটি নিয়ম আছে।
Structure:- Subject + have/has + Verb এর past Participle form + Object.
• লক্ষ্যণীয় বিষয় মনে রাখতে হবে:-
• Auxiliary Verb " have/has হয়।
• Verb এর Past participle form হয়।
• " i " এর পরে "have" হয়।
• "3rd Person singular number এর
পরে has হয়।
• সকল plural এর পর have হয়।
ইংরেজি অনুবাদ করা যায় দেখা যাক:- আমি কাজটি করিয়াছি। এখানে,
আমি = i = Subject.
করিয়াছি = done= Verb. (Do এর p.p)
কাজটি = The work = object.
সুতরাং,
Sub + have/has + Verb এর p.p + obj.
এই নিয়মটা অনুসরণ করে অনুবাদ করলে হয়,
I have done the work.
সুতরাং,
আমি কাজটি করিয়াছি = I have done the
work.
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন
:-
যেমনঃ
• সে বইটি পড়িয়াছে/পড়ছে।
এখানে,
সে = He = Subject.
পড়িয়াছে = Read = verb.
বইটি = The book = object.
সুতরাং,
Sub + have/has + Verb এর P.P + Obj.
এই অনুসারে অনুবাদ করলে হয়।
• He has read the book.
অর্থাৎ,
যে বইটি পড়িয়াছে = He has read the
book.
তেমনি তৃতীয় উদাহরণটিও হবে :-
তুমি খেলাটি দেখিয়াছ। এখানে,
তুমি = You = Subject.
দেখিয়াছ = Seen = verb (See এর P.P)
খেলাটি = The game = Object.
সুতরাং,
Sub + have/has + Verb এর P.P + Obj
এই রুলসের নিয়মে অনুবাদ করলে হয়:-
• You have Seen the game.
একটা কথা মনে রাখতে হবে এই
Auxiliary Verb " have/has যখন auxiliary verb
এর কাজ না করে Main verb এর কাজ
করবে তখন কিন্তু ঐ বাক্যটি Present
indefinite Tense এর হয়ে যাবে।
যেমনঃ •
• I have a cow.= আমার একটি গরু আছে।
• He has a book = তার একটি বই আছে।
উক্ত বাক্য দুটিতে have/has main verb
হিসেবে ব্যবহার হয়েছে।
তেমনি করে Continuous tense এর
auxiliary verb "am/is/are" main verb
হিসেবে ব্যবহার করা হলে তা আর
continuous tense থাকবে না, সেটাও
present indefinite Tense হয়ে যাবে।
অর্থাৎ
যেমনঃ
• I am a student = আমি একজন ছাত্র/
ছাত্রী।
• He is a powerful man. = সে একজন
শক্তিশালী মানুষ।
মোঃসাহেদুর রহমান সাহেদ।
অনার্স এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
# ______________Tense______________
# Present_Perfect_Continuous :-
কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে
বোঝালে Present Perfect Continuous Tense
হয়।
Present Perfect Continuous Tense
বাংলায় চেনার ক্ষেত্রে সহজ একটি
পদ্ধতি হলো বাক্যের মধ্যে "যাবৎ" বা
"ধরে" কথাটি থাকবে অর্থাৎ, যেহেতু
কাজটি শুরু হয়ে চলছে বুঝাবে কিন্তু কাজ
শেষ হয়েছে তা প্রকাশ করবে না,
সেক্ষেত্রে "যাবৎ" কথাটি থাকবে।মনে
রাখতে হবে কাজটি চলছে বুঝাবে (is still
continuing)
যেমনঃ
• শ্রমিকেরা কয়েকমাস যাবৎ ভবনটি
নির্মাণ করছে।
Present Perfect Continuous এর বাংলা
বাক্যগুলোকে ইংরেজি অনুবাদ করতে
নিয়ম অনুসরণ করতে হয়:-
#Structure :-
Sub + have been/has been + V(ing) +
Object.
লক্ষ্যণীয় বিষয় হলো :-
• Auxiliary Verb " have been ''has been" হয়।
• Verb এর সাথে ing হয়।
•" i " এর পরে " have been" হয়।
• 3rd person singular এর পরে "has been"
হয়।
• সকল plural এর পরে "have been" হয়।
এই Structure এর আলোকে লক্ষ্য করুন,
• I have been doing the work.
=আমি কাজটি করছি. (is still doing)
অথবা,
• He has been doing it.
= সে এটা করছে। (is still doing)
এখানে যদিও Structure অনুসারে কাজ
করে দেখতে পেলাম যা তা কিন্তু উক্ত
Perfect Continuous Tense এর সাথে
সামঞ্জস্যপূর্ণ হয় নি। কারন ঐখানে বলা
হয়েছে কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও
চলছে বোঝালে Present Perfect Continuous
Tense হয় অর্থাৎ এখানে কাজটি কখন শুরু
হয়েছে তেমন কোন ইঙ্গিত পাইনি।
এখন পুরো বিষয়টি আরো ক্লিয়ার
করছি :- নিচের বাক্যটি দেখুন,
• সে পাঁচ ঘণ্টা যাবৎ ঘুমাচ্ছে।
লক্ষ্য করুন,
সে ঘুমাচ্ছে = He has been sleeping.
পাঁচ ঘণ্টা যাবৎ = For five hours.
অর্থাৎ,
• He has been sleeping for five hours. (and
is still sleeping)
সুতরাং এতটুকুতে বুঝতে পারলাম যে,
কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে
বোঝাচ্ছে।
নিম্নে বাক্যগুলো দেখুন আরো
ক্লিয়ার হওয়া যাবে:-
• The workers have been building the bridge
for several months.
• The workers have been building the bridge
since 10th January.
একটু খেয়াল করুন এই দুটি বাক্যে "For"
আর "Since" ব্যবহার করার কারণটি কি?
মনে রাখতে হবে অনির্দিষ্ট সময় বুঝালে
For ব্যবহার করা হয়। আর নিদিষ্ট সময়
বুঝালে Since ব্যবহার করা হয়। দেখুন,
The workers have been building the bridge
for several months. (
এর অর্থ হলো = শ্রমিকেরা কয়েক মাস
যাবৎ ব্রিজটি নির্মাণ করছে।
এখানে ঠিক কোন মাস বা মাসের কত
তারিখ থেকে ব্রিজটি নির্মাণ করছে
তা বলা নেই। অর্থাৎ সময়টি নিদিষ্ট নয়।
আর একারণেই এ বাক্যে for ব্যবহার
হয়েছে।
আবার লক্ষ্য করুন,
The workers have been building the bridge
since 10th January.
এর অর্থ হলো = শ্রমিকেরা 10 জানুয়ারি
থেকে ব্রিজটি নির্মাণ করছে।
এখানে কোন মাস বা মাসের কত তারিখ
থেকে ব্রিজটি নির্মাণ করছে তা বলা
হয়েছে। অর্থাৎ এখানে সময়টা নির্দিষ্ট।
আর এই কারনেই এই বাক্যটিতে since
ব্যবহার করা হয়েছে।
অতএব,
For + অনিদিষ্ট সময়।
Since + নিদিষ্ট সময়।
Example of "For" & "Since":-
for ব্যবহার অনিদিষ্ট হিসেবে,
যেমনঃ
• four hours.
• 20 minutes.
• 5 year.
• 10 days.
• a long time.
• six months.
• a week.
অর্থাৎ,
• Sahed has been working for a long time.
• Sahed has been reading for 30 minutes.
• it has been raining for two day.
Since এর ব্যবহার নিদিষ্ট হিসেবে:-
যেমনঃ
• Monday.
• 20 March.
• june.
• 1917.
• Christmas.
• Lunchtime.
অর্থাৎ,
• Sahed has been working since 11'o'clock.
• Sahed has been reading since lunchtime.
• it has been raining since Monday.
Md Sahedur Rahman Sahed
Honours and Masters.
Economics.
Past Indefinite Tense: অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন, ইত্যাদি)
Structure: Subject + past form of main verb + object.
Example:
- আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
- আমি স্কুলে গেছিলাম/গিয়েছিলাম – I went to school.
- সে স্কুলে গেছিলো/গিয়েছিল – He went to school.
- তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.
- তার ছেলেবেলা লন্ডনেকেটেছিল – He spent his boyhood in London.
- লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.
- সে ফুটবল খেলেছিল – He played football.
Note - Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।
Past Continuous Tense:
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure: Subject + was/were + main verb + ing + object.
Example:
- আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
- সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
- তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
- গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.
- আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.
Note - subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।
Past Perfect Tense : অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure:1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
Example:
- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
- আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
- ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
- ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.
- ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
- বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.
Past Perfect Continuous Tense:
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
Structure: 1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
Example:
- সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.
- ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – We had been playing before the bell rang.
- আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.
- তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – Your mother had been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.
FUTURE INDEFINITE TENSE: ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense
বাংলায় চিনার উপায়:বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:- Subject + shall/will + verb + object
Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
আমি কাজটি করিব- I will/shall do the work.
⛧ তারা কাজটি করিবে- They will/shall do the work.
⛧ আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.
⛧ সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.
⛧ তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.
Note – সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।
FUTURE CONTINUOUS TENSE:-ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:-বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure:-Subject + shall be/will be + main verb + ing + object.
Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
⛧ আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
⛧ তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
⛧ সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
⛧ তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.
⛧ তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.
FUTURE PERFECT TENSE :- ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:- বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।
Structure:- 1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.
Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.
⛧ আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
⛧ তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
⛧ তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.
FUTURE PERFECT CONTINUOUS TENSE:
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:- বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:- Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
⛧ বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
⛧ তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.
⛧ সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর রবীন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Rabindrabharati university for four years before he gets degree.



0 Comments