■ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিভাগে আপনাদের স্বাগতম। এই সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি, ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
● ভারতের ইতিহাস ●
১) প্রশ্ন:-উদয়ন কোথাকার সম্রাট ?
উত্তর:- উদয়ন বৎস'র সম্রাট ।
২) প্রশ্ন:-চম্পা বন্দর কোন জনপদে ছিল ?
উত্তর:-চম্পা বন্দর অঙ্গ জনপদে ছিল ।
৩) প্রশ্ন:-বিম্বিসারের উপাধি কি ?
উত্তর:-বিম্বিসারের উপাধি শ্রোণিক ।
৪) প্রশ্ন:- মোদ্রা রাজকন্যা খেমা কার স্ত্রী ?
উত্তর:-মোদ্রা রাজকন্যা খেমা বিম্বিসারের স্ত্রী ছিলেন।
৫) প্রশ্ন:- বাসবী (বিদেহি) কার স্ত্রী ছিলেন ?
উত্তর:- বাসবী (বিদেহি) বিম্বিসারের স্ত্রী ছিলেন
৬) প্রশ্ন:-বিম্বিসারের সম্রাজ্যের আয়তন আনুমানিক কত ছিল ?
উত্তর:- বিম্বিসারের সম্রাজ্যের আয়তন আনুমানিক - ৩০০লিগ ।
৭) প্রশ্ন:-. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:- বিম্বিসারের রাজধানী- রাজগৃহ (বর্তমানে রাজগীর) ।
৮) প্রশ্ন:- বিম্বিসারের সময় তক্ষশীলার রাজা কে ছিলেন ?
৯)উত্তর:- বিম্বিসারের সময় তক্ষশীলার রাজা- পুস্কমতি ।
১০) প্রশ্ন:- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ।
১১) প্রশ্ন:- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন ।
১২) প্রশ্ন:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
১৩) প্রশ্ন:- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
১৪) উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেনচক্রবর্তী রাজাগোপাল আচারী ।
১৫) প্রশ্ন:- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ।
১৬) প্রশ্ন:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর ।
১৭) প্রশ্ন:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর ।
১৮) প্রশ্ন:- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
১৯) প্রশ্ন:- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয় ।
২০) প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।
২১) প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ ।
২২) প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু ।
২৩) প্রশ্ন:- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ।
২৪) প্রশ্ন:- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ।
২৫) প্রশ্ন:- লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর
চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ।
২৬) প্রশ্ন:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?
উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে
২৮টি অঙ্গরাজ্য আছে ।
২৭) প্রশ্ন:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি ।
২৮) প্রশ্ন:- ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লোকসভায়
সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ।
২৯)প্রশ্ন:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তর:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নামসুপ্রিমকোর্ট ।
৩০) প্রশ্ন:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?
উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি
ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন ।
আরো দেখুন ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন পত্র 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
- https://sarkarichakrikhabar.blogspot.com/2020/06/history-gk-in-bengali.html



0 Comments