ST SC OBC scholarship eligibility criteria[বাাংলা]
পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে এসসি, এসটি এবং ওবিসি শিক্ষার্থীদের জন্য oasis বৃত্তি ২০২০ প্রদান করছে, যারা বর্তমানে নবম শ্রেণী কোর্স থেকে স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করছে। শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনার জন্য আর্থিকভাবে সহায়তা করার জন্য, এই বৃত্তি প্রদানের জন্য পশ্চিমবঙ্গের পশ্চাদপদ শ্রেণি কল্যাণ বিভাগ।।
![]() |
| WB OASIS Scholarship 2020 |
★কোন কোন ক্লাস OASIS স্কলারশিপ এ অববেদন করতে পারবে
এসসি, এসটি এবং ওবিসি বিভাগের অন্তর্ভুক্ত এবং বর্তমানে ix, X, class 11 or 12 class, ITI, Polytechnic, Medical, Engineering, Undergraduate Degree, Postgraduate Degree, B. Sc Nursing, Hotel Management কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই OASISS স্কলারশিপ ২০২০ এর জন্য।
★কারা আবেদন করতে পারবেন এই OASIS স্কলারশিপে:-
যে সমস্ত ছাত্র ছাত্রী এই oasis বৃত্তি ২০২০ এর জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই কয়েকটি শর্ত পূরণ করতে হবে-
১. কেবলমাত্র এসসি, এসটি এবং ওবিসি বিভাগের শিক্ষার্থীরা ওএএসআইএস বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
২. প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩.প্রার্থীদের বার্ষিক পারিবারিক আয় যেন ২.৫ লক্ষ্যের বেশি না হয়।
৪) বর্তমানে নবম বা দশম শ্রেণিতে পড়াশোনা করা প্রার্থীরা ওএএসআইএস প্রি ম্যাট্রিক বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন
৫. বর্তমানে এই কোর্সগুলির যে কোনও একটিতে অধ্যয়নরত প্রার্থীরা (ক্লাস 11 বা 12 ক্লাস, আইটিআই, পলিটেকনিক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি, এম.ফিল, পি এইচডি, এলএলবি, বিফার্ম, বি এসসি) নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট) এই বৃত্তির জন্য যোগ্য।
★★গুরুত্ব পূর্ন তারিখ★★★
পশ্চিম বঙ্গ Backward Classes Welfare Departmen সরকার,, এসটি, ওবিসি বৃত্তি প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত তারিখ প্রকাশ করেছে:---অনলাইন আবেদন শুরু 2020 জুনের প্রথম সপ্তাহে /
2020 সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনলাইন আবেদনের শেষ তারিখ / নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের Renewal আবেদনের শেষ তারিখ
পশ্চিমবঙ্গ সরকার এসসি, এসটি এবং ওবিসি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র ছাত্রী কোন দ্বিধা না করে উচ্চ শিক্ষার জন্য এগিয়ে যেতে পারে সেই লক্ষে এই oasis বৃত্তি প্রদান করছে ।
তাই প্রার্থীদের আর্থিক অবস্থা এবং যোগ্যতার ভিত্তিতে এই বৃত্তির জন্য বাছাই করা হবে। যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত বৃত্তির পরিমাণ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।
★ আবেদন প্রক্রিয়া :- অনলাইন আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে www.oasis.gov.in ।
এবং এই ওয়েবসাইটে আসার পর Student’s Registration এ ক্লিক করে Registration করতে হবে ।
Registration কমপ্লিট হয়ে গেলে।
REGISTERED STUDENT’S LOGIN link ক্লিক করে ফরম টি ভালো ভাবে ফিলাপ করে নিবেন।




1 Comments
I am Debabrata paul. I live at Barar under Khargram Police Station in Murshidabad district.Now i read in B.Ed 2nd sem in this year my post matrix scholarship does not credit from state govt after few days when all my friend get this scholarship then i contact to Block office where all application were submit by my College. The officer who was the incharge of this Department said that they are not get all information about me. I get this scholarship science when i read in class five but this year i do not get this scholarship after submit application. So I request you to verify my application.
ReplyDelete