Top add


আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি টাকার আর্থীক প্যাকেজ কেন্দ্রের



Prime Minister Narendra Modi announced an advance interim assistance of Rs 1,000 crore for cyclone-hit West Bengal on Friday.

সুপার সাইক্লোন আমফান ধাক্কায় বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি টাকার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিলো কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালে ঘূর্ণিঝড় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসে কেন্দ্রীয় সরকারের পক্ষে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিপর্যস্ত অঞ্চল পরিদর্শনে গেছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিনই সুপার সাইক্লোন আমফান ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। আমফান ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজ্যের জন্য ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে আমফানের জেরে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান। গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।


এর আগেই সুপার সাইক্লোন আমফান এর  বিপর্যয়কে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার দাবি তুলেছিলেন রাজ্যের বাম নেতৃত্ব। গত বুধবারের ভয়াবহ ঝড়ে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে ৮০ জনের। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলীর বিস্তীর্ণ অঞ্চল ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে।

গতকালই প্রধানমন্ত্রী একাধিক ট্যুইট বার্তায় রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এদিন দীর্ঘ ৮৩ দিন পরে রাজধানী শহরের বাইরে পা রাখলেন। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন তিনি ওড়িশাও যাবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও আমফান তান্ডব চালিয়েছে ওড়িশাতেও। সেখানেও প্রধানমন্ত্রী আকাশপথে বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করবেন।

গতকাল প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুসারে, রাজ্যের সাত-আটটি জেলা এই ঝড়ে সম্পূর্ণ বিপর্যস্ত। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট। এখনও বহু এলাকা জলের তলায়। বিভিন্ন জায়গায় খাবার জলের সমস্যা দেখা দিয়েছে। এই ঝড়ের তীব্রতা আয়লার থেকেও অনেক বেশি। প্রায় ৪০০ কিলোমিটার অঞ্চল জুড়ে এই সুপার সাইক্লোন তান্ডব চালিয়েছে।

■ আরো জানুন ১৮ থেকে ৪৫ বছর বয়স্কবেকার যুবক/যুবতী দের দশ লক্ষ টাকা পর্যন্ত  লোন দিচ্ছে সরকার-- বিস্তারিত  জানতে 👉  ক্লিক করুন

Post a Comment

0 Comments